যুদ্ধ নয় শান্তির কেতন
অস্ত্র নয় হিংসা বর্জন
সর্বদাই নারীর এই বিধানে
গোষ্ঠী সমাজ পুরুষ মানে
সর্বজন সর্বক্ষণে।।
নদী মাতৃক অনিন্দ্য মাঝে
সৃজন সভ্য সিন্ধু মানবে
হরপ্পা মহেঞ্জোদ্বাড়ো রাখিগড়ি গড়ে
নগর গ্রামের মেল বন্ধনে
উন্নতির অনন্যে।।
উন্নত সভ্যের ঈর্ষায় মাতি
কব্জার নেশায় নিভিয়েছে বাতি
অলস পাষন্ড কালপিট নির্মমতায়
করেছে নিশ্চিহ্ন সিন্ধু নির্দ্বিধায়
নির্বোধ অবলীলায়।।
সিন্ধু ধংসের কান্ডারী যারা
বিবেকহীন আজও মহানন্দে তারা
ভয় লোভ সমাজ ধর্মে
সিন্ধুজনে বেঁধেছে বহু বিভেদে
পদ তলে।।
লোভে লালসায় নীচ যেজন
নাশের সহযোগী গোলাম সেজন
সিন্ধুর সেসব মানব প্রাণী
বেঁচে আছে মেরুদন্ডহীন নাশকী
দালাল গিরগিটি।
অবশেষ সভ্য সিন্ধু মানবে
কাঁদে নীরবে নিভৃতে নির্জনে
সিন্ধুর আদত মহামানবের তরে
শাশ্বত ধারা বয়ে চলেছে
কোমল হৃদয়ে।।
DHRITI RAJ
আসিতেছে...... বীতনিদ্র সিন্ধু(তিন)