জগতসেরা উর্বর সিন্ধু অঞ্চল
সহস্রকোটি সবুজের প্রাণ চঞ্চল
সহজ সরল আনুরূপ্য মানব
সভ্যের নিদর্শন পৃথিবীর গৌরব
বিরাজে বৈভব।।

সিন্ধু সভ্যতা অসুরীয় জানো
সুরাহীন সভ্য সমাজ মানো
কঠোর শ্রমে অসুর গড়ে
মোহনীয় কীর্তি সিন্ধু নগরে
বর্ধন শিখরে।।

মহাশক্তির এগিয়ে চলার গতি
জ্ঞানযোগে সাধিত নৈপূণ্য মতি
বিস্ময় সৃষ্টিশীল অসি মগজে
দর্শনে বিষয়-তৃষ্ণা জাগে
অমেয় মানবে।।

শিক্ষা স্বাস্থ্য জীবন যাত্রা
কৃষি পশুপালন অনন্য মাত্রা
নারীর অধিকার নারীর বিধান
স্নেহ মায়ায় কুপীত সংসার
শ্রেষ্ঠ ন্যায়পর।।

বিজ্ঞানের জ্ঞান রতন অমূল্য
সিন্ধুর ভান্ড শান্তি স্ফিত
জীবন সাধিত হতে উন্নত
কর্মে সাফল্য বিশ্বাস সর্বত্র
সবার ব্রত।।

শ্রমের শেষে সিন্ধু জনে
মাতি উঠিত উৎসবে আনন্দে
প্রাণের খুশিতে কত রঙে
অভেদ সমাজে অভেদ মনে
চলিত বাস্তবে।।

(১. বৈভব>ঐশ্বর্য, মহিমা)
DHRITI RAJ
আসিতেছে... বীতনিদ্র সিন্ধু (দুই)