এ বেদন, মনের জমিনে আতজালা নয়;
অবহেলা, অবজ্ঞা, গুরুত্বহীনতা,
অস্তিতের নিত্য সাঙ্গ;
যার আবেশে এ জমিন এখন উর্বর, পুষ্ট
তাই অনুপম চৈতন্য-
এখন পূর্ণ তারুণ্যে ফুলে ফলে ভরা।
এ বেদন, ওঁচলাকুড়ে কুড়িয়ে পাওয়া নয়,
ঘৃণ্যতা, পৈশাচিক, বর্বরচিত,
জীবনের রক্তের অনুসারী;
যার প্রভাবে ঐ ওঁচলাকুড়ে এখন নির্মল; স্পষ্ট
তাই কদর্য কদর্থ -
এখন ভরাট প্রবীণে ঝরে পড়া পাতা।।
DHRITI RAJ