বিদ্বান্ যদি দালাল হয়, হয় কল্প অন্ধ
চেতন রেখে বধ্যভূমে কপাট করে বন্ধ!
জাল্ম যদি অহিংস হয়, হয় ইন্দ্রি চেতন
সমাজ জাগে সংস্কারে ব্যাপ্ত হয় সৃজন।


ধৃতি রাজ