আমি বরুচন্ডী দাস, এখন আমিই প্রধান।
দর্শন নেই, আদর্শতা নেই,
দৃষ্টি নেই, কৃষ্টি নেই
সৃষ্টির ইচ্ছেও নেই! তাতে কি?
আমি বরুচন্ডী দাস, এখন আমিই প্রধান।
কি করছি, কেন করছি,
আদোও প্রয়োজন আছে কিনা তার চেয়েও নক্ষ গুন বড়-
এ আমার চৌদ্দ পুরুষের স্বপ্ন পূরণ!
আমি শূন্য ঘটে মূর্খের 'মহাবুদ্ধ'
আমার জয়ধ্বনির গণ্ডির চারপাশে
নিঃশব্দের প্রাচীর তুলতে করি যুদ্ধ -
বাহাদুরি লোভাতুর নেশায় গিলে খাই বিবেক
আমি বরুচন্ডী দাস!
আমিই অবারিত প্রধান, বরুচন্ডী দাস,
গুটিকয়েক নির্বোধ সঙ্গে রাখি
আড়ালে ফসকানো টাকায় সিগারেটে দিই টান
বৌ - বন্ধুর আবদারে গা ভাসাই নিত্য চলাচলে
নিয়োগ-কর্তার চ্যালাও হাম হনুতে চলে
তাতে জনপ্রিয়তার জোর প্রচার জেগে থাকে
ছাড়পত্রেও দর কষাকষি করতে হয় কম।
আমার জ্ঞান পচা পুকুরে হাবুডুবু খায়, তাতে কি?
জ্ঞানীর নির্ধারিত চেয়ারে বসেছি, এ শখ পূরণ
আমার এক অনন্য শিহরিত অনুভূতি!
সভ্যতা নষ্টের জন্য তো শখ জলাঞ্জলি দিতে পারি না!
আমি বরুচন্ডী দাস, অবারিত প্রধান, বরুচন্ডী দাস।
ধৃতি রাজ