বানপুরের ওই সোনার মেয়ে
সাজছে কনে বর্ষা ভোরে
কোন্ সে আলোয় চলছে দুলে
এক প্রেমিকের প্রাণ নিয়ে?
কোন্ প্রভাতে বাজে সানাই
বর্ষা রাতের ঢেউ তুলে
নাচছে কনে দুলিয়ে কোমর
এক প্রেমিকের প্রাণ নিয়ে।
পূবের ঘাটে জল আনিতে
যায় সে কনের বৌদি দিদি
সানাই চলে তার পিছে ওই
এক প্রেমিকের প্রাণ নিয়ে।
বর এসেছে, ধুম পড়েছে
বর যাত্রীর রব উঠেছে
সোনার কনে বৌ হবে আজ
কোন্ প্রেমিকের প্রাণ নিয়ে!
রূপের গুণে প্রেমের নায়ক
ও পাড়াতে দেখ না কতক
বিয়ের কনের ভ্রমটা কিসে
ঐ প্রেমিকের প্রাণ নিয়ে?
ভোজের ভীড়ে নাচের তালে
কার কথা কে কানে তোলে
এখনও সে সোনার মেয়ে
এক প্রেমিকের প্রাণ নিয়ে!
বরের স্বপন সামনে দোলে
বর্ষা রাতের ঢেউ তুলে
সময় নাহি ভাবনা দোলায়
কারো প্রেমিকের প্রাণ নিয়ে
ছাদনা তলায় নতুন প্রেমে,
তখনও সে সোনার মেয়ে
বৌ হবে তাই ভাবছে না আর
সেই প্রেমিকের প্রাণ নিয়ে।
কনে যখন সানাই তালে
বরের গলায় মালা দিলে
বললে সবাই এমন করেই
এক প্রেমিকের প্রাণ নিলে!!
DHRITI RAJ