শাওন প্রাতে আজ খেলে যায় বাসনা
খুলে দাও দ্বার খানি জাগরণে প্রিয়তমা।

পুলক বিভা ডাকে রিমিঝিমি বরিষণে
ঘরেতে রয় না মন অনুভবে শিহরণে
শীতল হাওয়ায় নাচে ধিনতা ধিনধিনা
মনের মাঝে মন হারানোর নেই মানা।

স্বপ্নের ঘরে বাঁধা সময় কাহারো নয়
ভাবনার ভীড় জমে দিগন্ত সীমানায়
কত কথা বলে যায় মুছে দূর নীলিমা
বরষায় বাজে সুর অপরূপ অনুপমা।


গীতিকাব্য
ধৃতি রাজ