বারান্দায় এক মনে সে
কি কি সব আঁকছে কবি
ধীরে যেই চোখ রেখেছি
ভেসে ওঠে অবাক ছবি!
শত রঙ ছড়িয়ে দিছে
হাতে ধরা একটা কলম!
ঘুরে ফিরে রঙ পরখে
নাড়া দেই কত না চরণ -,
কি করে ছন্দে জ্বালায়
আঁধারে জ্ঞানের আলো?
কি করে হাসায় কাঁদায়
কবিতার ছন্দগুলো?
যদি চাস শিখতে তোরা
ছুটে আয় আসর মাঝে,
জেনে যা খুব সে জোরে
কবিদের বিরাট সাজে।
ভুলিস না আমিও আছি
তোদের ঐ অজ্ঞ দলে
যত আঁকা সমাজ চিত্র
মাঠ বিল মোদের মিলে!
খুঁজি দূত ভাবের টানে
কবিদের কাব্য ভাঁজে
বিলের ঐ কোন্ সে নালা
মিশেছে সাগর মাঝে!
দেখে যা কাজের ফাঁকে
বারান্দার ঋদ্ধ পাড়ে
আজও কবি নীরব চিত্র
শত রঙে আঁকছে ধীরে!
ধৃতি রাজ