প্রকৃতির নিয়ম সুত্র ভাবতে চাপ পড়ে মাথায়
মনে আসে না উপাদান ধ্রুবক
শত চেষ্টাতেও গনিতের অংশ উলু খাগড়ার মাথায় উদ্ধার করতে পারিনা
শর্তের দরজা খুলতে ক্লান্ত হয়ে ফিরি
ফিরি সহজ ঈশ্বর ভাবনার উন্মাদনায়
মানুষ পশুর জৈবিক চাহিদায়, যেখানে-
মস্তিষ্ক চাপ হীন, শুধু কথার মারপ্যাচে গড়ি উদ্ভ্রান্ত অবাস্তব কল্পনা।

একসময় নিজেকে বিজ্ঞ বিজ্ঞ লাগে, লাগে মহাপন্ডিত!
পাই চৌদ্দ আনা একই ভাবনার পঙ্গু অনুসারীর
উল্লসিত জয় ধ্বনি!
পৌঁছে দেয় আরেক অপ্রকৃতির মঞ্চে পুরষ্কারের ভূষণে!

পারিনা মানুষকে মানবিক করে তুলতে
পারিনা বিভেদ বৈষম্যের কারাগার ভাঙতে
পারিনা দুদন্ড প্রকৃতির স্বাচ্ছন্দ্যে জীবের বাসযোগ্য পৃথিবী গড়তে।

পারি অন্ধত্বের মৌলিক ছাঁচ একই রেখে আর একটু গাঢ় অন্ধকার বানাতে
পারি মানুষে মানুষে বিভেদ প্রাচীর আর একটু প্রস্ফুটিত করতে।

উদ্দেশ্য সেই প্রাচীন
সেই প্রাচীন অন্ধ ভাবনার সারি লম্বা করাই আমার ব্রত
আমি সেই দূরদৃষ্টির কবি যে মানুষ ভাগের কারিগর
কারণ প্রকৃতির নিয়ম সুত্র ভাবতে চাপ পড়ে মাথায়!


ধৃতি রাজ