মধু ক্ষণে চন্দ্রাবতী যাও তুমি কোথা?
ঝিকিমিকি বালুচরে আমি থাকি একা
প্রতিদিন সূর্য ওঠে নামে অবারিত সন্ধ্যা
স্বপ্নেরা জাল বুনে ক্লান্তিতে পায় তন্দ্রা
ভালোলাগা ভালোবাসা কত শত চাওয়া
ডুবে যায় নিরাশায় হয় না তা পাওয়া
তবু আঁকি স্বপ্নআঁখি সোনালী চন্দ্র গায়
অপরূপ জ্যোৎস্নায় অবিরত ভেসে যায়
বালির দেওয়াল গড়ে বাঁধি বালুচরে ঘর
জোয়ার ভাটার টানে রয় চন্দ্রাবতী পর।।



ধৃতি রাজ