ধূসর স্মৃতি আমায় ঘিরে
ভন্ ভনিয়ে ঘোরে,
বেবাক বিশ্বে অমর মতি
খুঁজি সবিস্তারে।

ইন্দ্রভূতে ছোঁয়াচ পিষায়
ভাব ভাঙানি মোড়,
গঠন হারা জীবন আমার
অন্ধকূপে ভোর।

মিলিয়ে যতি খেই হারিয়ে
বাক্য বেতাল মানে,
সোহাগ বিনে কলিজা ছেদি
তপ্ত জীবন ধ্যানে।


ধৃতি রাজ