বদলায় দিন দিনের রঙে
ধিৎকা ধীতাং নাচছে ফিঙে
তাই দেখে ঐ খোকার মনে
উষ্ণ খুশির জোয়ার টানে
হি হি হি কোমর দোলায়
নতুন সময় সকাল বেলায়।
বদলায় দিন সোনালী রঙে
গোলাপ ফুলের গন্ধ বনে
কিশোর মধ্য মাতায় বাতাস
রিমেক গানের উষ্ণ তালাশ
শরীর ভাঁজের ঢেউ তুলছে
নতুন ভোরের নতুন খাঁজে।
বদলায় দিন মনের রঙে
চোখের তারায় মন গহিনে
সবার সাজে প্রবীণ সাজায়
দুঃখ হাসির ঝলক মজায়
জীবন খোঁজে জীবন মানে
পুরোনো বীণায় নতুন দিনে।
ধৃতি রাজ