ওরে গরীব, ওরে চাষী, ওরে শ্রমিক সর্বহারা
দেখ চেয়ে দেখ সমাজ দেহে হৃদ যন্ত্র তোরা,
রক্ত যখন দিতেই হয় সমাজ সচল দমে
সমাজ পেষাই জাতাকল ভাঙরে নিয়ম ভেঙে।
অন্ন যখন মূলধন তোর গায়ের গতরে তৈরি
মৃত্যু যখন হবেই সবে নহে কেহ তার বৈরী,
ভয় কিসে তবে দখল নিতে সাম্যের অধিকার
শিক্ষা সমাজ অর্থ শাসক ও মন্ত্রী বরাবর?
মিথ্যের জালে জড়ায়ে মন ভাগ্যের দোষারোপে
কতকাল দাস রইবি শ্রমিক বংশের ধারাকোপে?
আয় উঠে আয় জাতের মানব মুক্তির দাবানলে
ধনীর শোষণ বিভেদ নীতি পোড়াবি ধরণীতলে।
ধৃতি রাজ