আয়রে মামা হোয়াটস অ্যাপে
ভিডিও কলে ডুয়োর সাথে
সেরেল্যাক টা মনের মতন
খোকন খাবে দেখনা কেমন।

খোকন মানিক সোনার ছেলে
পেট ভরে খায় ভিডিও কলে
আয় না মামা কাজটা ছেড়ে
ফেসবুক লাইভ হাত টা নেড়ে।

মোবাইলটা দে এদিক এনে
করবে যে কল মামা ক্ষণে
খাচ্ছে মানিক জলদি করে
দেখবে সোনায় মনটা জুড়ে।

এদিক ফিরে তাকায় খোকা
নইলে মামাই দিবেই বকা
এইবারে আর একবার হা
শেষ চামচে মজার খাওয়া।



ধৃতি রাজ