ভোরের খোঁজে কোথা,
কোথা চলো হেঁটে খ্রীষ্টাব্দ ছিঁড়ে ফেলে?
ছুটে আসে, আসে বার বার -
কোন মহামানব মুক্তির তরে যখন
তখনও চলো তারই বিরোধে অন্ধগ্রাহীতে
মানবতা প্রচ্ছন্নে,
স্টিকার লাগাও অমানবিক পৃথিবী!
আর তুমিই খুঁজে ফেরো একটি মানবিক ভোর!
ধূর্ততা মত্ত নেশায়-
মানুষ রূপী দানব শোষক প্রাণী
উপড়ে ফেলে সমূলে মহামানবের মানবতা
যুগে যুগে, খ্রীষ্টাব্দ ছিঁড়ে,
কখনো খ্রীষ্টাব্দে কালি ছিটিয়ে ঝাপসা করে;
আর তুমি? তখনও খুঁজে চলো নতুন মানবিক ভোর
কল্পনা মোহে যুগযুগান্তে!
তুমিই বিভ্রান্তিকারী-
কল্পনা মোহে অপূর্ণতা প্রতিষ্ঠায়
দমনের নেশা তোমার রক্তের প্রতিটি কণায়
প্রতিটি কায়দায়, মানবতা অন্তরায়।
তোমার মুখে কেন কটুকাটব্য?
তুমিও তো মানবতার আধারের উপাসক
খুঁজে চলো একটি মানবিক ভোর!
জীবের দায় যার
করলে তাকে অস্বীকার -
কটুকাটব্য করুক সে কল্পাধার।
করিয়া ছল নানা অছিলায় কৌশল
এ কোন্ ভূধর ইতিহাস করে অস্বীকার?
ছলে বলে সর্বত্র পাষন্ড কালপিট,
দানব পায় শ্রেষ্ঠত্বে ঠাঁই বিশ্বে অবলীলায়।
বোঝে বোঝে বোঝে আর-
ফাঁদের জাঁতাকলে সায় দিয়ে চলে নির্মমে,
কারা কোন্ আশায়?
মানবতায় উত্তীর্ণ হতে - চাই অতীত
চাই বর্তমান, যার নিকৃষ্টের বর্জনে
ভবিষ্য নির্মাণ হবে প্রকৃত মানবতায়
হবে পৃথিবী শান্তিময়, হবে পৃথিবী শ্রেষ্ঠালয়,
আসবে প্রশান্তি চির মুক্তির মানবতা জয়।।
DHRITI RAJ