অশ্লীল কথা হিংসা ঘৃণা লক্ষ্য দৃষ্টিহীন
জ্ঞান বৃদ্ধি হরণ করে হিংস্রে কাটে দিন!
সংখ্যাহীন ব্যাখ্যা যত ফল পঙ্গু নিত্য
ধর্ম শুধুই উন্মাদ আর বোকার কাছে সত্য।

হানাহানি, মন গড়নী, স্বকল্পে নর গোঁড়া
পিছন টেনে ফেনায় কল্প জীবন শৈলি টেরা!
আঘাতে যত দুঃখ কষ্ট গায়ে মালুম ব্যথা
মানবতার উচ্চে ধর্ম জ্ঞানীর কাছে মিথ্যা।

শাসক, জ্ঞানী দ্বৈধ ফল যুগের খাতায় গাঁথা
সকল প্রজা থাকলে বোকা শীর্ষে প্রভুর মাথা!
জ্ঞানী বাঁচায় সভ্যতা আর জীবের অন্ন বস্ত্র
রাখতে বশে, প্রজার ধর্ম শাসকের কাছে অস্ত্র।


ধৃতি রাজ