( রবীন্দ্রনাথের প্রতি )

তোর-- উদয় ছিল অস্ত নেই
রাতের গহিন অন্ধকার শেষে
তোর আলোতেই মায়ের পথ চলা।
সেই সকালের স্নিগ্ধ গগন তোর
দুপুরের শাণিত গগন তোরই হাতে গড়া
পরন্ত গোধূলির রক্তিম বর্ণছটা
তোরই আলোর মোহনীয় বিচ্ছুরণ।
আর---রাতের বিমোহিত চন্দ্রালোক 
তোরই কিরণে আলোকিত উদ্ভাসিত।

তোর--- হাইড্রোজেন সংযোজন
প্রসৃত অনন্ত কালের ধারা।
তাই অবিকার অবাধ্য বিশ্বময়
তোরই আলোর ঔজ্জ্বল্য পায়।
শাশ্বত বিস্ফোরিত রবি তুই ---
তোর উদয় ছিল অস্ত নেই
তুই অস্তহীন রবি।।


3rd May 2012
DHRITI RAJ