যে হিংস্র আর হিংসার বুলি নিয়ে
রোজ কাছে আসে
সেও দাবি করে অহিংস শ্রেষ্ঠত্বের!
যেখানে লেখা হয় আমাকে না মানলে
তুমি অবিশ্বাসী
আর অবিশ্বাসীর শিরচ্ছেদে হয় পূণ্যি প্রাপ্তি
সেও বলে আমি শান্তির দূত!
যেখানে লেখা হয় আমাকে অবিশ্বাস করলে
তুমি নোংরা পশুর জন্ম নালী মুখ প্রাপ্ত হবে
সেও বলে আমি সুসভ্যের মুখনিঃসৃত!
কেহ হিংস্রতায় কেহ কটুকাটব্যে
অহিংস সুসভ্য শান্তির দূত পরিচয়ে
রোজ আসে আর গড়ে যায়
আরও কিছু অশ্লীল ঠিকানা
যেখানে ভিড় করে শুধু তাদেরই প্রজন্মেরা
অহিংস শান্তির দাবিদার!
ধৃতি রাজ