দমন পীড়ন করছে যুগে যুগে যারা
পেশীবল ছল খল মেশায় রক্ত ধারা
ভাবে ধরাধাম সবই বুঝি তার বশে,
নব নব লোকে আসে উন্মত্তে মেতে
গড়ে যায় হেথা উদ্ভ্রান্ত পাহাড় ঘাতে
দুদিনের জীবন শেষে পড়ে ভুঁয়ে খসে।
যত তার আশা জমে নাম কামাবার
মেরেকুটে লক্ষ্যে সে ছোটে বারেবার
ভুলে যায় মানব সেও পৃথিবীর দেশে,
মানবতা ভালোবাসা হৃদয়ের সঙ্গম
তারই বুকে ছুপে তাহা থাকে হরদম
বোঝে শেষ জীবনে তা হিসেবটা কষে।
ধৃতি রাজ