ঈশ্বর যদি মানো, যদি বিশ্বাস রহে ঘিরি
জীবন মরণ ভাগ্য যদি পালন করেন হরি!
চলো তবে সবে মুখোশ খুলিয়া
বীর বিক্রমে চলি!

বিশ্বাস যদি করো, বিশ্বে সকলই করেন হরি
ভালো কিংবা মন্দ যদি প্রয়োজন হয় তারি,
তবে বিরোধিতা নয় সহযোগিতায়
চলো তার গান ধরি।

ঈশ্বর যদি করেন, যদি সৃষ্টি তাহারই হয়
শৃঙ্খল বিশৃঙ্খল সবই ঈশ্বর কৃপাময়,
ছাড়ো কৃত্রিম রাজা মন্ত্রী ডাক্তার বৈদ্যি,
চলুক নিয়তিময়!

(আসলে-),
বিশ্বাস নাই কল্পে! নহিলে রাখিতে তাহার মান
কৃত্রিম যত আরাম তন্ত্র ছুড়ে দিতে দূরঠাম!
পৃথিবীর বুকে মানুষই মিথ্যুক! বাস্তব বলে না,
থাকিতে চেতনা জান!


ধৃতি রাজ