বিশ্ব মাঝে বাতুল মানবে হুংকার ছাড়ি কহে
করিনা কিছুই আমি মর্তে ঈশ্বর ভাঙে গড়ে;
শ্বর মহিমা থাকে শুধু আমারই কৃপার পরে
ভাঙিয়া গড়ি তারে আমি বলি ঈশ্বর করে!
যত অন্যায় যত অবিচার সকলই বিবাদে করি
অনাচার মাঝে দুরাচার করি তার নামটি ধরি;
ভালো মন্দ আমারই সার আমিই করি প্রচার
বিভ্রান্তির মূলে আমি তার বলি করে নিরাকার!
বেকুব লোকের প্রচারে আজও বিশ্ব মাতিয়া রয়
অজানা কারণে উত্তর নয় আঁধার অরূপে জয়;
পরম যতনে ভক্তি করণে হাজার ঢঙের হর
বাস্তবে নেই তবু বিরোধ উপাসনা বর্বর;
ভয় দেখিয়ে রাখছে বেঁধে কল্প ভক্তি ভরে
মানব দানব হচ্ছে তাতে তবু বিশ্বাসে মরে।।
DHRITI RAJ