নিয়মে বাঁধা মহা প্রকৃতি যতটুকু গেছে জানা
গভীরে গভীর নিষ্কর্ষ করে জানাতে নেই মানা
চাপ পড়বে মাথায় প্রকট
অর্থ উপায়ে ভরা সংকট
দিতে হবে তবু দৃঢ় সন্ধান বিশ্ব প্রকৃতি চেতনা।
থরে থরে সাজানো বাগান, যেন কবিতা গাঁথা
সুন্দর হতে সুন্দর আরো প্রতিস্থাপনে আঁকা!
খেয়াল হারায় কাদের চোখ?
নতুনে চমক শতধারা লোক
এগিয়ে চলে গতিধারা মূলে বিশ্ব প্রকৃতি ধাঁধা।
উপাদান পূর বদলায় রূপ বহুঢংয়ে এ প্রকাশ
পরিবর্তনে সমতা চলে তন্ত্রে আপনি বিকাশ
নিশ্চিত আছে কৃষ্টি ধর্ম
মহা বিশ্বের সৃজন বর্ম
এঁকো না ছবি না জেনে বুঝে পূর্ণ চন্দ্র গ্রাস।
ধৃতি রাজ