আহ্নিক মমতা শুধু অস্থিরতা গাঢ় সম্বেদন
মঙ্গলকর মেলানো অহরহ যা কিছু ঘটমান
তারই জাল কখনো বিন্দুবৎ সংকলন
কখনো ব্রহ্মান্ড আদি অনন্ত।
ভেবেছো কি এক বিন্দু হতে অপর কোন বিন্দুতে
প্রণিধানে?
যেভাবে ভেবেছো -
শিশু হতে প্রত্যহ শয়নে স্বপনে প্রগাঢ় নিমজ্জিত কল্পে!
সমুদয় কার্য কারণ একবার প্রেয়সীরে দাও সঁপে
এক যুগ ক্ষণতরে দেখ মিলিয়ে;
কল্পে নয় বাস্তবে সে হবে আরাধ্য আদি স্বত্ব।।
মমতা > আসক্তি
DHRITI RAJ