তোমার চলন শৈলির উষ্ণতা
সেরা খুশির জোয়ার ঢেউয়ের অনুষঙ্গ,
গভীর ভাবনার স্রোত বয়ে যায়
আমার শিহরণের শরীর বেয়ে উষ্ণতার ধারায়।
পারদ চড়ে অনিদ্রায় মধ্য অঞ্চলে
ইচ্ছের ডানার ঝাপটায় গলে যায় সপ্রেম
উথলে ওঠে ঘন নেশা খুলে দেই মনের আবরণ
উন্মত্ত ঘ্রাণে ভাবি, - পরম সহায় কেহ কাছে এনে দিক তোমায়,
উষ্ণ ঠমকী বিস্ময় প্রণোদিত অনুপা!
তন্দ্রা আসে মোহনীয় কীর্তি সিন্ধু নগরে
কেড়ে নেয় আমার চিত্ত অনুবাসিত কাব্য অনুপা
পোড়ায় আমার তন মন ধন
নিকৃষ্ট শাসকের যাগযজ্ঞে কৃষক নিধন!
জোর করে গনতন্ত্রকে নিষ্পিষে
শুধু আপন স্বজনের খাদ্য জোগানদারীতে
কৃষককে বেঁধে রাখার জুলুম বাজী আইন,
কেড়ে নেয় আমার চিত্ত অনুবাসিত কাব্য অনুপা।
ধৃতি রাজ
শব্দ ~
নিষ্পিষ্টে > নিষ্পিষে