তোর পথ সবই ছোট ছোট
শাখা প্রশাখায় ভর্তি
ভুল করেও একবার এ পথে পা দিলে
না এগিয়ে যাওয়া যায়
না দুদণ্ড দাঁড়ানো যায়
পথের মাথামুণ্ডু খেয়ে ফুলে ফেঁপে তুই জাঁকিয়ে বসে আছিস!

বিশৃঙ্খল হলেও
মানুষ ছোট পথে হাঁটতে চায়
জীবনের শ্বাস স্বস্তির জন্য,
তাই তোর কদর আছে মানতে হয়!

তুই কি জানিস তোর লেপনীতে -
উপমা আছে, ব্যাকরণ আছে,
শব্দ সম্ভারে অসামান্য দক্ষতার আস্ফালনও আছে
কিন্তু তা কেবলই মরু বৃত্তের পরিসর।

আয় না একটা দীর্ঘ পথ রচনা করি
যে পথের দুই ধারে থাকবে ফুল ও ফলের চেনা অচেনা গাছ
হালকা থেকে গভীর বন জঙ্গল আর -
মহাবিশ্বের উপাদান ঠিক যেমন ছড়িয়ে আছে,
জীব জড়ের শৃঙ্খল
প্রকৃতির সৃষ্টি সম্ভার,
আয় না, মাথার উপর আকাশ রেখে প্রকৃতির শুদ্ধ ঘ্রাণে প্রাণ ভরে দীর্ঘ শ্বাস নিই।


ধৃতি রাজ