একলা যখন থাকি, তোমার ছায়া অনুভবে ডুবে যাই
আবেশঘন সময় নিয়ে যায় জীবনের শেষ মুহূর্তে,
চেয়ে দেখি তুমি আমায় এক পলক দেখার জন্য বাকরুদ্ধ, শ্বাসরুদ্ধ!
ফিরে পেতে চাও ভালোবাসার স্পর্শ শুধু চোখের তারায়
আবেগ মায়ায়, হৃদযন্ত্রের তীব্র দহন যন্ত্রণায়!
শত সহস্র ভীড়ের মাঝে খুঁজি না পাওয়ার তৃষ্ণায়,
ভ্রমে ধরাশ্ বুকে স্পন্দন ওঠে লাটে
বিরহ নিঙরে ভেঙে পড়ি বার বার ক্লান্ত শরীরে
তবু পিট্ পিট্ চেয়ে থাকি শেষ যাত্রায়,
দেখি না সে প্রিয় হাসি, সরে না কোনও চেনা অচেনা ওড়না!
অপেক্ষার অবসানেও অপেক্ষার স্রোত থেকেই যায়,
শেষ নিঃশ্বাসের পরের ভীড়েও প্রিয় কন্ঠ ভাসে না বাতাসে!
এক সময় বিস্মৃতিও হয় অসাড়।
কখনও যৌবনের টানে, কখনও মায়ার বাঁধনে চলার পথে
বিরহের স্পন্দনে, অনুকম্পে -
নির্দোষ নিষ্পাপ হৃদয়গুলি থেকে ভালোবাসা নিয়েছ শুষে
সেও লম্বা সারণী তোমার, লক্ষ্যের ছল্
দাওনি ক্ষণকাল এক রতি স্বস্তি জীবন!
মিথ্যে আশায় বেঁধে বিরহের শেষ মাত্রায় ভালোবাসার আভিজাত্য,
এ যেন ধোঁকাবাজদের প্রাণঘাতী বাতিক!
ধৃতি রাজ