কি কথা বলে যাও ইশারায় বারেবার
সুখের চেয়েও সুখ ঘুম ভাঙা আবদার
খুশির জোয়ারে একলা মনে মন আমার
ভাবনা আসে মনের মাঝে মন হারাবার।।

জমে থাকা প্রেমের কথা বলতে তখন
আনমনা মন শুধু চায় চায় অকারণ
পাই যদি আপন করে এই জীবনে
ছোঁয়া তোমার।
খুশির জোয়ারে একলা মনে মন আমার
ভাবনা আসে মনের মাঝে মন হারাবার।।

কানে কানে গোপন কথা বলতে তখন
আনমনা মন শুধু চায় চায় সে কেমন
নামে যদি প্রেমের বৃষ্টি সুর যেখানে
তোমার আমার।
কি কথা বলে যাও ইশারায় বারেবার
সুখের চেয়েও সুখ ঘুম ভাঙা আবদার
খুশির জোয়ারে একলা মনে মন আমার
ভাবনা আসে মনের মাঝে মন হারাবার।।



গীতিকাব্য
ধৃতি রাজ