যৌবনে-,
বেঁধে বাসা ছিল আশা টুনটুনি মনে
আয়ু ক্ষণে দুই জনে হবে সুখী পণে,
পিউ পিউ দর ফোঁড়ে দিন যায় বাঁধা
সুখ দুখে বোধ জাগে মিছে দূর ফাঁদা!

একদিন-,
ঘন কালো মেঘ এলো এলো ঝড় শেষে
নীড় সাথী হৃদ বীথি গেল সবই পিষে,
নিজ ভালে সাফ করে বোঝে কই শিষ্ট?
দাবী করে তারা নাকি মান হুঁশে নিষ্ঠ!

কান্নায়-,
নীড় ভাঙা জুড়ি হারা খালি ডালে ওই
চেয়ে আছে দূর পথে সাথী আসে কই?
প্রীতি স্মৃতি সুখ মতি কিছু নেই চাওয়া
সাথী পেলে মন ভোলে হয় সব পাওয়া।



ধৃতি রাজ