হৃদয় মাঝে তুমি এলে যেদিন
চোখে চোখ রেখেছিলে সেদিন
তুমি থাকবে আমার চিরদিন।।
কাছে এসে তুমি প্রেম দিলে
মন ভরে ভালোবাসা পেলে
বুকের কাপুনি মনে
ওঠে ঝড় হৃদয় কোণে
সারাদিন বসে বসে
ভাবি স্বপ্ন আবেশে
যাবে না ছেড়ে তুমি কোনদিন
তুমি থাকবে আমার চিরদিন।।
হাতেহাত কত কথা হয় লীন
আরো কাছে চাই একদিন।
তোমায় ছোঁয়ার সুখে
চাই শুধু ফিরে বুকে
অনুভবে কাছে দূরে
আনমনা গানের সুরে
বাজে মনে সে সুর সারাদিন
তুমি থাকবে আমার চিরদিন।।
সঙ্গীত
DHRITI RAJ