সঙ্গী তোমার হিংসুটে মন
প্রেম দরিয়া মাঝে
সুশীল প্রেমিক রাখতে দূরে
ভুলায় মিত্র সাজে!
পরম আপন ভাবছো যারে
হৃদ মাঝারে মিশে
পিছন ফেরায় লক্ষ্যে তাহার
মিষ্টি ডাকে হেসে!
মন দোলে দুল দোদুল্যমান
ধুমসা মিতার সনে
জীবন কাটে আকাল বোধে
নজির ধূসর ক্ষণে।।
ধৃতি রাজ