তাঁর হাতের আঙুল যা নির্দেশ করে
সভ্যতা জীবনের শ্রেষ্ঠ স্থান
হারানো ফিরে পাওয়া এবং,
হাজার যুগের ব্যথা নিরাময়ের মহা ঔষধি।

তাঁর সংঘর্ষের অস্ত্র কলম
শ্রমিকের মর্যাদা রক্ষাকারী,
নারীর সাম্যতা, মাতৃত্ব অধিকার প্রদানকারী
আবাল বৃদ্ধ বনিতার বিশ্ব স্বাধীনতা ও বিশ্বায়ন
সভ্যতার অগ্রদূত মুক্তির শূর।

তাঁর দূরদর্শিতার চশমা
সুদৃঢ় ফোকাস ব্যাপ্তি আর সর্বোপরি গভীরতা
রাষ্ট্র সংঘের স্বীকৃতিতে হাজার বছরে
মানব সভ্যতার শ্রেষ্ঠ,
জাত পাত ধর্ম বিভেদ বর্ণ বৈষম্যের ঊর্ধ্বে
মানবতার বিপুল সম্ভার!

তাঁর বোধিস্বত্ব জ্ঞানালোক বর্ষন ধারা
বয়ে চলেছে অবিরত সভ্যতার জনমানসে
চলিবে কোটি সহস্র যোজন পথ,
যার একমাত্র উৎস অহিংস চেতনায়
বাবা সাহেব ডাঃ ভীম রাও আম্বেদকর।।



ধৃতি রাজ