জটলা পাকানো
প্রহসনে ভরা মিথ্যার ঝুলি কাঁধে
ছুটে চলে দ্রুত
অন্ধের স্রোত কল্পের মোহ ঘোরে।

ছলাকলা দমে
সুযোগ খোঁজে সম্পদ খ্যাতি যশে
কেউ কারো নয়
মনের গভীরে ভীষণ যতনে পোষে।

শরীরে সাজায়
নানান নকশা নানান বর্ণের পসরা
প্রকৃতি ধ্বংসে
বিকৃতি করে চষে অহমিকা খসড়া।

করজোড়ে বা
দোয়া ভঙ্গিমায় স্বস্তি কেবলই চর্চা
অসাড় বলেই
ছোট হয়ে চায় এই জীবনের পরচা।

ধীরে ফিরে সরে
এই বুঝি প্রভু সামনে এসে দাঁড়াবে
কেবলই ভাবে
জয় জয়কারে তাকেই সেরা বানাবে।


ধৃতি রাজ