সকল স্বজন স্বার্থে যখন সকলি নিঃস্ব করে তারা
বিদীর্ণ চিত্তে চোখ আঁধারে শেষ সম্বল খুঁজিয়া পাই
বিদাহী মনের জ্বলন জুড়াই অমূল্য সে হোক আর যাই
হাতের সেলাই আরাম কাঁথা বাঁশের বোনা চাকি পাখা,
মায়ের দেওয়া রেখে যাওয়া স্মৃতি মাখা খাওয়ার থালা
ঘরের কোণে ছেঁড়া ছিকা অনেক ভেবে অসু ভাবী
দিয়েছে মা যতনে গড়ি সংকট মাঝে জীবন গতি
ঝড় তুফানে বদল হলে নিকট সম্বলে যায় বাঁচা।
সকাল দুপুর বিকেল রাতে মায়ের গড়া জীবন সাজে,
সরণ তারই কৃপা গুনে অমূল্য সম্পদ রাখি যতনে
যখন দেখি নেই সামনে অনুভবি সদা জাগি ঘুমে
তক্ষনি বুঝি মন গহনে মায়ের চরণ সদাই মেলে
স্নেহের পরশ সুখের সরস হেন অমেয় ঐশ্বর্য নাই
সুখে দুখে বুকে অহর্নিশি এখনো সে ঘ্রাণ পাই।।
DHRITI RAJ