পূণ্য তিথির পূর্ণ ক্ষণে এসো হে আপনজন
আঁধার ফুঁড়ে দুঃসাহসে মাতিয়া উঠুক মন,
মাতিয়া উঠুক বিশ্বালয় জমানো ব্যথার গানে
বিরহ মাঝে খুঁজি আনন্দ আজি এ জন্মদিনে,
ঝরিয়াছে দিন হাজার লক্ষ নির্জলা উপবাস
জমেছে ময়লা শতদীন সম সহিয়াছি উপহাস,
মেলাও দৃষ্টি জীর্ণ দ্বারে, নব নব সাজ লয়ে
নবসাজ ঘন আষাঢ় শ্রাবণে আসুক বৃষ্টি নেমে,
ধুয়ে যাক প্রাণ মলিন চিহ্ন যাতনার সংসার
নির্মল হতে নির্মল হোক জীবনের জয়গান,
এই শুভক্ষণ অমর হোক সবুজ স্বপন সাথে
সহন গহন ভুলাই আজি আকাশ রাঙা পথে।



ধৃতি রাজ