আমার দিন কেড়েছিস তুই
আমার রাত কেড়েছিস তুই
মন যায় রে চলে যায়
তোর একলা ঠিকানায়
আর কি নিবি বল
সাথে থাকতে চিরকাল
যা আছে আমার সবই দেব তোকে,

এই পথে তোর সাথে আমি চলব তোরই সাজে
তোর মতে মন ছুঁয়ে তোকে রাখব বুকের মাঝে।

ভাবনা ঘিরে গেছে তোর চলার ঢঙে
ভাবতে ভাল্লাগে আবছা আলো রঙে
আর কি নিবি বল
সাথে থাকতে চিরকাল
যা আছে আমার সবই দেব তোকে,

এই পথে তোর সাথে আমি চলব তোরই সাজে
তোর মতে মন ছুঁয়ে তোকে রাখব বুকের মাঝে।

সত্যি করে বল তুই কি আমার নয়?
স্বপ্নে ছোঁয়া ফুলে আমার পরাজয়!
আর কি নিবি বল
সাথে থাকতে চিরকাল
যা আছে আমার সবই দেব তোকে,

এই পথে তোর সাথে আমি চলব তোরই সাজে
তোর মতে মন ছুঁয়ে তোকে রাখব বুকের মাঝে।



গীতিকাব্য
ধৃতি রাজ