দৃশ্য গ্রহণে পরীক্ষা বীক্ষণে বিজ্ঞান মানব সঙ্গী
নিসর্গশোভা কার্য কারণে চলে উন্নততর ধারা সৃষ্টি;
জ্ঞাত অজ্ঞাত দ্বন্দ্ব অধীনে বিজ্ঞান অস্তিত্ব রাখে
গলাধঃকরণে তৃপ্তি পেয়ে দেখ অর্হণায় জগৎ মাতে;
সংকট ক্ষণে বিশ্ব মানবে বিজ্ঞান কোলে ঠাঁই লয়
কাটিলে সংকট ভুলিয়া তখন সে অজ্ঞান ধরে রয়।
বিস্মৃতি করণে কি চাহে ভাবিয়া কি তাহা দেখে?
বিজ্ঞান ছেড়ে কল্পনা টের বাস্তব কি তাহা মেলে?
কার্য কারণ জেনে সে জন ভাবনা মিলিয়ে চলে
মিল পেলে দৃঢ় বিশ্বাসে ধ্রুব মানবতা দেয় ছুড়ে।
স্বস্তি অস্বস্তি মানব কারণ ভয়-লোভ জীবের ধরা
প্রকৃতি অদম্য রাখছে সাম্য সদাই চলে ভাঙা-গড়া;
বস্তুবিশ্ব নিত্য চলমান ধারায় কপাল মেলে ভাবা
বিপুল ক্ষমতা মস্তিষ্ক জনতায় ভাবনা খেলে সদা;
মিছেই কল্পনা ভ্রমের ডঙ্কা ছাড়ো অহর্নিশ শঙ্কা
সাহস সমনে দাঁড়াও উঠে হৃদি জাগাও মানবতা।।
অর্হণা > আরাধনা /উপাসনা
ত্রিপত্র কাব্য (Trefoil)
DHRITI RAJ