ঠাঁই দাওনি উদাস চিত্তে-
দাওনি অবগুন্ঠন মনে
ঊষার প্রাতে কিরণ আড়াল করে
বুঝতে দাওনি তুমি কে।

অভি রূপ অবনী কোণে
আভাস আন্দাজে আদরে
সপ্তম সুরে তব হৃদয় পানে চাহি
কেটেছে সহস্র বিনীদ্র রজনী।

জন্মদে শঙ্কিত গহন মুখখানি
তেপান্তরের আবন্টন নাজানি,
আজও কাঁদে নিশীথের শূন্য বুকে,
রয়ে যাও নিত্য আলাপনে।।


DHRITI RAJ