মানুষ মানুষকে করে না অনন্ত বিশ্বাস
গোপন শক্তি খোঁজে, পেতে শ্রেষ্ঠ প্রকাশ
পাওয়ার বিফল যত লুকায় নিজ দায়ে
নিরালায় হিসেব কষে আপন তত্ত্ব লয়ে।


মানুষ চাহে নিজ আধিপত্য নির্বাধ সূচী
যেখানে সে গুরু বক্তা চলন একমুখী
পরম আধার এমন মুর্তি বা নিরাকার
যেথা চাহে দম ভরে; যত আশা যার।


মানুষের আস্থায় মানুষ মুছে দেখ হিংসা
কল্প নহে মানুষই মানুষের ত্রায়কী সহসা
নচেৎ সুন্দর ভুবন অনরত্বে যাবে মিশে
অসার কল্প রইবে পড়ে ধ্বংসের শেষে।


শব্দ ব্যাখ্যা :-
অনরত্ব > মনুষ্যত্ব হীন > অমানবতা।

ধৃতি রাজ