এসো হে এসো হে অতিথি তোমায় বরণ করি
নব সাজে নবীন তুমি, এসো ক্ষণিকের অতিথি।।
এ মধু মিলন মেলায় এঁকেছি স্বপন
আজি শুভ লগনে এসেছো আমার দুয়ারে পতি
হে আহূত এসো তোমায় নতি।।
প্রীতির সুধা তোমারে করি অর্পণ
প্রদীপ জ্বেলেছি অঙ্গনে রঙ্গনে লয়ে পুস্প মঞ্জুরী
লহ প্রণাম হে বরেণ্য অতিথি।।
পুণ্যহোক তব চরণ ধূলায় এ সঙ্গম
ক্ষণিকের পূণ্য আধার হোক চিত্তপ্রসাদ ভূমি
এসো হে ক্ষণিকের অতিথি।।
DHRITI RAJ