পৃথিবী নিয়তি জীবের মর্ত পৃথিবী অমরধাম
গতিয় জড়ের আধারে চলে, রূপান্তরের কাম,
জন্মের আগে মৃত্যুর পরে ধীরতা পৃথিবী সবার
অনুভূতি জাগে জীবনের রূপে দুঃখ কষ্ট ভার।
ভাবছে যারা প্রকৃতির কোলে নিতল যুগান্তরে
অক্ষয়লোক পাবেই বুঝি এই পৃথিবী ছেড়ে,
ভাবে ধরাধাম নিষ্প্রয়োজন রচে মানবের কষ্ট
পূণ্যলোকের আশায় তারাই করছে পৃথিবী নষ্ট।
প্রাণের পৃথিবীই অক্ষয়লোক, পূণ্যলোকের ঘর
ক্ষিতি অপ তেজ মরুৎ হেথা অনাদি শক্তি ভর।
ধৃতি রাজ