কর্মের পরে কর্ম ফল
ধর্মের পরে রাজনীতি দল
সব দেশেতেই হচ্ছে প্রকট
মানুষ ভাগে মানুষই বিকট
নেশায় মেতে শ্রেণীর দালাল
নীচ শ্রেণীকে করছে হালাল।
কৃষক ফলায় যত আশ
অলস খেয়ে করছে নাশ
সেকাল একাল মাথায় বসে
বিভেদ পাঠ খেলছে ছকে
রক্ত শোষক শ্রী শ্রীমান
এরাই নাকি জাতির জান!
গরম মাথায় ধর্মে ফোড়ন
অকর্মা শ্রী থাকছে সেজন
আচারী বেতাল রাখো যোযন
ভুলবে বিভেদ ফলানো জন
সব দীনতা পরাধীনতা,
ফিরে পাবে দিক ক্ষমতা।
ধর্ম পিঞ্জর ভাঙলে বুকে
মানব বিভেদ অন্ত হবে
অঙ্গীকারে গড় মানবে
হাসবে ধরা গভীর ভাবে
মোহন সুখে ভরবে গান-
জনক জাতির আদত জান"।।
DHRITI RAJ