আমি চন্ডাল আমি চানক্য আমি অদম্য
প্রাংশু অসুর মানব অধি অহিংসে সুভ্রাম্য,
ধর্মে করিছে আবদ্ধ বিভেদ রীতি মান
বারেবারে যত ইসলাম হিন্দু বা খ্রীষ্টান,
শোষিত নীচ সমাজে আজি নিবদ্ধ জনম
তব অজ্ঞ জন কাছে হই বিরাগভাজন
নাহি ভয় হারাবার আপনারে কিবা পর
প্রশান্ত বহুজন তরে সংগ্রাম করি হর
যুগেযুগে মানবিক প্রভা হাতে তব দ্বারে
উচ্ছ্বাসে মাতি উদ্ধারে মুক্তির অবতারে।



চন্ডাল > চন্দ্র পরিমন্ডল > চন্দ্র আভা > জ্ঞানের আভা
চানক্য > চন্দ্র যেমন শান্তির দ্যুতি প্রদান করে
তেমন জ্ঞান লাভে শান্তি প্রদানকারী।
অসুরা > অসুর > শান্তির দূত।
ধৃতি রাজ