অবুঝ মন যারে চায়, সে বোঝে না
যারে মন ভালোবাসে, সে বাসে না,
যে পথে যায় চিনে মন, ভোলে না,
ফিরে আসে না,
সে বোঝে না।।

যার নামে মন ভরে, আশা মেটে না
হেরে যাই বারে বারে, মন বোঝে না
যে মনে মন দিতে চাই, সে বোঝে না
কাছে আসে না,
ভালোবাসে না।।

জীবন দুখে চলে যায়, ব্যথা যায় না
দিন রাত যারে চাই, সে বোঝে না
সে সময় চলে গেছে দূর আনমনা
তবু মন বোঝে না,
সে ভালোবাসে না।।


গীতিকাব্য
ধৃতি রাজ