শুনো ওহে পটুরানা
ঐ দেখ মেলে ডানা
কোন্ পথে চলে;
নেই তার পরোয়ানা
দূরে যেতে নেই মানা
তবু দূর ভোলে।
ঐ পাখি মনভোলা
দিয়ে চলে মনে দোলা
কোনও পথ নীড়ে;
নেই তার অবহেলা
সুখ দুখ বোঝে ভালা
নিজ সাথী ঘিরে।
ছেড়ে নীড় অবসনা
ধীর বীর সাথী ডানা
খোলে নব দ্বার;
শুনে বলে পটুরানা
তুমি হবে নিতি খানা
কহিও না আর।
খানা> ঘোলা করা
DHRITI RAJ