আজকের আকাশটা সকাল থেকেই অভিমানী মেয়ের মতো গাল ফুলিয়ে বসে আছে;
দুচোখে তার শ্রাবণের জলধারা, যেন কেঁদে ফেলবে মুহুর্তেই ৷৷
উঠোনের এককোনে সজনে গাছটা ভরে গেছে সাদা ফুলে  ফুলে; ঝরা ফুলে ছেয়ে গেছে আমার একচিলতে উঠোন ৷
আমার চিলেকুঠার বেলকনিতে মউ মউ করে সে ফুলের গন্ধ ৷ আমি রোজ বেলকনিতে দাড়িয়ে সেই গন্ধ সুকি,
যে গন্ধ সুকেছিলুম সবিতার চুলে একদিন ৷
সবিতা আমার ভালো বন্ধু ছিলো; হৃদয়ের খুব কাছের কোন একজন ৷
শুনেছি বড় ঘরে বিয়ে হয়েছে, স্বামী তার লাখপতি ৷
এখন আর তার কথা ভাবার ফুরসত কই, ঢের ভালো আছে জানি ৷
মাঝে মাঝে তবুও, জীবনপঞ্জিকার পাতা উল্টিয়ে কিছু স্মৃতি খুজে ফিরি;
কিছু স্মৃতি খুজতে ভালোবাসি।
জীবন বৃক্ষ থেকে ঝরে গেছে যে ফুলের রেনু, আবারো তার গন্ধ নিতে মন কেন আকুল ?
আবারো তার রুপের আগুনে পুড়ে হতে ছাই,এই চোখ কেন ব্যাকুল।
সময়ের গলিপথে যে অতীত চলে গেছে দূরে, আবারো তার ছায়াপথে কেন আমি হাটি?
কেন গড়ি মিথ্যে সান্তনার চোরাবালি প্রাসাদ।
অনুভূতিগুলো মাঝে মাঝে খুব বেশী এলোমেলো করে দেয়;
মানুষ আমি এলিয়েনতো নই, জীবন থেকে পালাবো কোথায় ?
                             ৩০/০৯/২০১৭
                               জেদ্দা/বাওয়াদী।