ঠাকুর বাড়ির শেওড়া গাছে ভুতের নাকি বাসা,
রাত দুপুরে এইনা পথে নিত্য যাওয়া আসা।
সেই ভয়েতে কাজীর বেটা সন্ধ্যা হবার আগে,
চোখ বুঝিয়ে হন হনিয়ে বাজার থেকে ভাগে ৷
মাছের গন্ধে ভুতের নাকি জ্বিভে পানি আসে,
রাত-বিরাতে কাউকে পেলে খক করিয়া কাশে।
নাঁকি স্বরে ডেকে বলে মাঁছ দিঁয়া যাঁ,
কেউবা পালায় প্রানের ভয়ে কেউবা মুর্ছা যায় ৷
কেউবা যদি সাহস করে এগিয়ে যেতে চায়,
অমনি তাহার ঘাড় মটকিয়ে রক্ত চুষে খায় ৷

                              ২০/৮/২০১২