বৈশাখী হাওয়া বহে আম্র কাননে
ভ্রমরেরা গান গায় গুন গুন গুঞ্জনে।
কাচাঁ আাম পাকাঁ আম টক টক মিষ্টি
মাঝে মাঝে বয়ে যায় ঝড়ো হাওয়া বৃষ্টি।
বৈশাখে বহে ঝড় ভাঙে কাচাঁ বাড়ি ঘর
ভয়ে বুক ধুরু ধুরু কাপাকাপি থর থর।
বৈশাখে মেলা বসে রকমারী পসরা
মুদি ঘরে হালখাতায় হিসেবের খসড়া।
বৈশাখের পান্তায় ইলিশের সেকি স্বাদ
সেজে গুজে ভুড়ি ভুজে বর্ষ বরণ আাজ।।
রাজবাড়ি /গাজীপুর।