আমার একটা পুতুল আছে নাম রেখেছি ডলি,
সেই পুতুলের গল্পকথা আজকে কিছু বলি।
ডলি আমার ভীষণ প্রিয় সঙ্গী রাতে দিনে,
জন্মদিনে মেঝো আন্টি দিয়েছিলেন কিনে।
বড় মামা বিদেশ থাকে সূয্যি মামার দেশে
সেখান থেকে পুতুল এলো রাজপুত্রের বেশে।
রাজপুত্রের নাম রেখেছি ডলির পাশে ডল
নামটা কেমন বেশ হয়েছে বন্ধু তোরা বল।
ঠিক করেছি ডল ডলির বিয়ে দেবো আমি
সেই বিয়েতে পরবে ডলি গয়না দামি দামি।
পরবে আরো আলতা রাঙা বধুবরণ শাড়ি
ডলকে দেবো ছোট ভাইয়ার টুকটুকে লাল গাড়ি।
শাড়ি পরে গাড়ি চড়ে কেমন হলো বিয়ে
সেই বিয়েতে কুটুম এলো ময়না শালিক টিয়ে।

                            ১৮/১/২০০১৯
                           সাতপাইকা (নিজবাড়ি)