ঢাকা আমার ঢাকা
আজব শহর ঢাকা
রাস্তা ঘাটে ছোট বড়
শুধুই গাড়ির চাকা।
বাড়ছে মানুষ বাড়ছে গাড়ি
আকাশ চুম্বি দালান বাড়ি
মানুষ যেন যন্ত্র মানব
মন্ত্র সবার টাকা
ঢাকা আমার ঢাকা।
রঙিন আলোর ঝলকানিতে
নয়ন জুড়ায় নিশি রাতে
দৃষ্টি জুড়ে সৃষ্টি শুধু
নেইতো কোন ফাঁকা
ঢাকা আমার ঢাকা।
আমি অবোধ গায়ের ছেলে
ফেসে গেছি যন্ত্র কলে
দিন কেটে যায় কিসের নেশায়
একটু বেঁচে থাকা
ঢাকা আমার ঢাকা
আজব শহরের ঢাকা।।
# দক্ষীন ছায়াবিথী #
গাজীপুর ।