আমি কাঁচের তৈরি আমি ভঙ্গুর,
আমি যদিও টসটসে ফলের মত নই আঙ্গুর।

আমি অসহনীয় আঘাতেই ভেঙ্গে পড়ি,
আমি পড়ে হয়ে যাই ভেঙ্গে চুরমুর।

আমি থাকতে চাই সারাক্ষণ মুক্তার মত চকচক,
আমি স্ক্রীনে রব ফর্সা রমনীরা স্বযত্নে যেমন রাখে ত্বক।

আমি জানাই আহবান হয়তো নই উৎকৃষ্ট কোন ধন,
আমি ভেঙ্গে গেলে তবুও যে ভাঙ্গবে রক্ষকের মন।

আমি বলি সকলের তরে চেয়ে দেখো প্রণয়ের সুরে,
আমি যেন ধাক্কা  না পাই তাই রবে কিছুটা দুরে।

                 রচনা কাল  ঃ
               ১১/০২/২০২৫ইং